সকল মেনু

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

কুমিল্লার ময়নামতি হাইওয়ের পদুয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আযাদুল ইসলাম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। সে ঢাকার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত আযাদুল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

নিহতের ভাই শহিদুল ইসলাম বলেন, আমার ভাই আযাদুল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের শিক্ষার্থী। গতরাত পৌনে ২টার দিকে সে নিজে মোটরসাইকেল চালিয়ে ঢাকায় আসছিল। এ সময় কুমিল্লার ময়নামতি হাইওয়েতে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top