সকল মেনু

শহীদ মিনারে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে শহীদ মিনার জড়ো হয়েছেন অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের জন্য শহীদ মিনারে একটি নির্ধারিত স্থানের ব্যবস্থা রাখা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ মিনার এলাকায় জমায়েত হতে শুরু করেন তারা।

ঢাকা মিরপুর-১২ থেকে ‘মার্চ ফর ইউনিটি’ যোগ দিতে এসেছেন শহীদ শাহরিয়ার হাসান আলভীর মা সালমা বেগম ও ছোট বোন। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা মিরপুর-১২ থেকে এসেছি। আমার ছেলে শাহরিয়ার হাসান আলভী হত ৪ আগস্ট সন্ধ্যায় মিরপুর-১০ ফায়ার সার্ভিসের সামনে আন্দোলনে শহীদ হয়েছেন। দেশ পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবম শ্রেণির ছাত্র ছিল শাহরিয়ার।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে শহীদ মিনারে দলে দলে জড়ো হচ্ছেন বিপ্লবীরা।

এ সময় ছাত্র-জনতা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,’ ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-জনতা সকাল থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন। ছাত্র-জনতার বিভিন্ন দল শহীদ মিনারের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। শহীদ মিনার সামনেও চেয়ারে বসে অনেক বিপ্লবীদের অবস্থান করতে দেখা যায়।

ভোরে সিলেট থেকে এসেছেন কিছু শিক্ষার্থী। তারা সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন। তারা বলেন, আমরা চাই না বিপ্লব ব্যর্থ হয়ে যাক। আমরা চাই বিপ্লব যেন আগামীর স্বপ্নের দেশ গড়তে ভূমিকা রাখে। এ সময় তারা ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তী সরকার এ ঘোষণাপত্র পাঠ করবে জানালে আজ ঘোষণাপত্র পাঠ হবে কি না তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়। এমন প্রেক্ষাপটে সোমবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ২টার দিকে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top