বিএনপিকে ইঙ্গিত করে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তোলা ছবি দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্টটি লেখেন।
পোস্টে তিনি লেখেন, ‘আমরা কারা? আমরা তাহারা, যাহারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি।’
কালবেলা পাঠকের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্টটি তুলে ধরা হলো:
‘আমরা কারা? আমরা তাহারা, যাহারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি। তোমরা কারা? তোমরা সেই, যাহারা দৃঢ় ইস্পাতের ন্যায় বাংলাদেশের মেরুদণ্ডকে **জিয়া জিয়া** বলে জেলখানায় দিয়ে এসেছিলে। **আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন চাই না। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজদেরও কোনো পুনর্বাসন চাই না।**’
এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশের বেসরকারি টিভি চ্যানেল সময়ে ‘বিচারের আগে নির্বাচন নয়?’ শীর্ষক শিরোনামে একটি টকশোর আয়োজন করা হয়। যে অনুষ্ঠানের অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক চিঠি নিয়ে তর্কে জড়িয়ে যান তারা। একপর্যায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশে প্রশ্ন করে বলেন, আরে আপনারা কারা? জবাবে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কারা এটি সময় হলে উত্তর দেব।
ধারণা করা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের প্রশ্ন ছিল ‘আপনারা কারা?’ উত্তরে তিনি এ পোস্টটি করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।