সকল মেনু

বিএনপির নেতা আবদুল খালেকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান আবদুল খালেক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রামগঞ্জ কাঞ্চনপুর ইউনিয়নের কাটাখালি ব্রীজ সড়ক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসী ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় রামগঞ্জ-হাজিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুপুরে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন শেষে প্রতিবাদ সভায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন এলাকাবাসী ও সাবেক জনপ্রতিনিধি আকবর হোসেন, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ আলম,শ্রমিক দল সভাপতি নূর আলম জজ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মফিজ, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমান হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ফরহাদ, প্রিন্স আজিজ,সেচ্ছাসেবক দল উপজেলার আহবায়ক কমিটির স্পদস্য আল আমিন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন,সেক্রেটারি রুবেল মিজিসহ বিএনপি’রসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বিএনপির নেতৃবৃন্দ বলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগ থেকে উঠে আসা নেতাকর্মীরা বিএনপির অঙ্গসংগঠনে আসতে আশ্রয় খুঁজছে। তাদের একজন শাহাদাত হোসেনকে বসন্তের কোকিলের মতো স্থান না দেওয়া ও মেলার নামে চাঁদা উত্তোলনে বাধা দেওয়ায়। শাহাদাত হোসেন ও তার নেতৃত্বে বাহিনী দিয়ে ২৩ তারিখ দুপুরে বিএনপির সিনিয়র নেতা রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, তার ছেলে আরাফাত হোসেন এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত ও শাহ আলম, ফয়েজ, ফরহাদসহ ১০ বিএনপি সমর্থকদের ওপর হামলা ও মারধর করেন।

এ সময় তাদের হামলায় স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের ভেতর ও বাহিরে ভাঙচুর করা হয়। বর্তমানে আহতরা রামগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবিও জানান তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top