ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত, এটি শ্রমিক আন্দোলনের প্রাথমিক বিজয়। স্থায়ী সমাধানে অবিলম্বে লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটসহ ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিমের পাঠানো সংবাদ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বাক্ষর করেন।
বিবৃতিতে বলা হয়, ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ শ্রমিকদের আন্দোলনের প্রাথমিক বিজয়। স্থায়ী সমাধানে অবিলম্বে লাইসেন্স ও রুট পারমিটসহ রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবি বাস্তবায়ন করুন। দ্রুততম সময়ে প্রশাসন-শ্রমিক প্রতিনিধি-বিজ্ঞজনদের সমন্বয়ে লিয়াজোঁ কমিটি গঠন করে এসব পরিবহন চলাচলে পরিকল্পনা গ্রহণ করতে হবে। সমস্যা সমাধানে সরকার বাস্তবমুখী উদ্যোগ গ্রহণে ব্যর্থ হলে শ্রমজীবী মানুষ পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।