সকল মেনু

ছাত্র-জনতাকে জাতি শ্রদ্ধার সঙ্গে আজীবন স্মরণ করবে

জুলাই বিপ্লবের কারণে এই জাতি ছাত্র-জনতাকে আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা জাফর সাদেক।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দলটির উদ্যোগে আয়োজিত এক কর্মী ও সহযোগী সদস্য সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। উপজেলার এওচিয়া ইউনিয়ন জামায়াতের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে এওচিয়া ইউনিয়ন জামায়াতের ৫ ওয়ার্ড সভাপতি মাওলানা ইলিয়াস চৌধুরী সভাপতিত্ব ও সাবেক ছাত্রনেতা নাসির উদ্দীনের সঞ্চালনা করেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, আদর্শিক সমাজ বিনির্মাণে জামায়াতের কর্মীদের ভূমিকা রাখতে হবে। মানুষের সেবা করে জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করতে হবে। নিজেদের ঈমান ও আমলের উন্নতি করে সংগঠন মজবুতি করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা তার প্রভুর দেশ দিল্লীতে পালিয়েছে। সেখান থেকে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জুলাই বিপ্লবের কারণে ছাত্র-জনতাকে এই জাতি শ্রদ্ধার সঙ্গে আজীবন স্মরণ করবে। ফ্যাসিস্ট বুলেটের সামনে তারা বুক পেতে দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা জামায়াতের আমির এস এম আব্দুস সালাম আজাদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু তাহের প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top