সকল মেনু

২৫ নভেম্বর সংহতি সমাবেশ করবে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ

দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়ণের দাবিতে আগামী ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশের ঘোষণা করেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনেরর ভিত্তিতে একটি দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর এই দুর্নীতিবিরোধী বিশেষ আইনের খসড়া জমা দিয়েছি। তারই ধারাবাহিকতায় একই দাবিতে আগামী ২৫ নভেম্বর (সোমবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করবো।

তিনি আরও বলেন, এখনও আমরা সমাবেশ করার জন্য ডিএমপি থেকে অনুমতি পাইনি। তবে আশা করি আজ-কালের মধ্যেই অনুমতি পেয়ে যাবো।

মাহবুবুল আলম চৌধুরী বলেন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, এই আইন প্রণয়নের মাধ্যমে দেশের মৌলিক পরিবর্তন স্বাধিত হবে। কারণ, এই আইনের আওতায় উপজেলা পর্যায়ে গণশুনানির ব্যবস্থা থাকবে। যার মাধ্যমে দেশের মধ্যে পুঞ্জীভূত কালো টাকা উদ্ধার করার বিশেষ ব্যবস্থা থাকবে।

সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন— অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সদস্য নাঈম চৌধুরী, খোন্দকার জসিম উদ্দিন, মো. বেলাল হোসেন, মেহেদী হাসান, কামাল হোসেন আজাদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top