সকল মেনু

‘রেলওয়ের বাইরে কাউকে নিয়োগ দিলে তা মেনে নেয়া হবে না’

বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ক্যাডার থেকে মহাপরিচালক, জেনারেল ম্যানেজার ও প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক পদায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ঐক্য জোট।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পাহাড়তলীস্থ প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে মানববন্ধনটি করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, রেলওয়ে ক্যাডারের বাইরে অন্য কাউকে ডিজি, জিএম এবং সিসিএস হিসেবে নিয়োগ প্রদান করা হলে রেলওয়ে শ্রমিক ঐক্য জোট তা মেনে নেবে না।

হুঁশিয়ারি উচ্চারণ করে তারা আরও বলেন, যদি তাদের এ দাবি মানা না হয় তাহলে তারা কঠোর আন্দোলনে মাঠে নামবেন।

এতে সভাপতিত্ব করেন আমিরুজ্জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে, শ্রমিক ঐক্য জোটের মুখপাত্র, এডভোকেট এম আর মঞ্জু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. জিয়াউর রহমান, মো. কামাল হোসেন, তামান্না বিনতে আজাদ, আনিসুর রহমান, শাহাদাত হোসেন, লোকমান হাকিম অলিউল হাসান, আবু তালেব, উম্মে কুলসুম, নুর জাহান, আয়শা সিদ্দিক প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top