বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। এরই মধ্যে নাম শোনা যাচ্ছে একাধিক জনের। সে তালিকায় নাম রয়েছে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর। তার আপনজনদের কাছেই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রস্তাবের বিষয়ে ফারুকী জানান, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফোন করা হয়েছিল। প্রাথমিক প্রস্তাব পেয়েছি। তবে উপদেষ্টা হিসেবে শপথ নেবো কি না সেটা নিয়ে কিছু জানাইনি।
এ ছাড়া, ব্যবসায়ী শেখ বশির উদ্দিনও উপদেষ্টা হচ্ছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করানো হবে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন। তাদের মধ্যে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন কয়েকজন। ধারণা করা হচ্ছে, নতুন উপদেষ্টারা শপথ নিলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টাদের দপ্তর কমতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।