সকল মেনু

মনোনয়ন ফরম বিক্রি, প্রথম দিনই কিনছেন দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক

 xalig-0020131110041812.jpg.pagespeed.ic.EBXGLPlGtSআছাদুজ্জামান, ঢাকা, ১০ নভেম্বর:  দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আজ থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে সংশ্লিষ্টরা ফরম কিনতেও যেমন পারবেন, তেমনি পারবেন জমা দিতেও। তবে কতদিন পর্যন্ত ফরম বিক্রি হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি এখনো। এদিকে নিজের জন্য এবং দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মনোনয়ন ফরম কিনে ফরম বিক্রির আনুষ্ঠানিকতা শুরু করবেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, এ জন্য বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে আজ আসছেন সৈয়দ আশরাফ। দলের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন আগ্রহী মনোনয়ন প্রার্থীরা বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলা থেকে নির্ধারিত মূল্য ২৫ হাজার টাকায় ফরম সংগ্রহ করতে এবং জমা দিতে পারবেন। কিন্তু ঠিক কতদিন পর্যন্ত এই ফরম বিক্রি হবে এবং জমা দেয়া যাবে তা এখনও দলীয়ভাবে সুনির্দিষ্ট করা হয়নি।   বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দলীয় গঠনতন্ত্র এবং দেশের রাজনৈতিক দলবিধি অনুযায়ী নির্বাচনে যোগ্য ও বিবেচিত ব্যক্তিরাই এই মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় কার্যালয়ের একটি বৈঠক সূত্র জানায়, মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমকে প্রধান এবং উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে সদস্য সচিব করে ২৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সূত্রটি আরো জানায়, ৭টি বিভাগের জন্য সাতটি বুথ করা হয়েছে। এসব বুথে তিনজন করে মোট ২১ জন ফরম বিক্রি ও জমা গ্রহণে আগ্রহীদের সহযোগিতা করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top