সকল মেনু

বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন ড. ইউনূস

সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দরে বন্ধুকে বিদায় জা‌নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবলে জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নি‌শ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বাসসের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলা হয়, ফলপ্রসূ সফর শে‌ষে শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপ‌দেষ্টা।

এর আগে শুক্রবার দুপুর দুইটায় ইসলামাবাদ হয়ে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। তাকে বিমানবন্দরে স্বাগত জানান ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তারা সং‌ক্ষিপ্ত বৈঠক করেন। পরে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফের বৈঠক করেন তারা। বৈঠক শেষে যৌথ প্রেস কনফারেন্স করেন শীর্ষ দুই নেতা। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

প্রায় ১১ বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর ক‌রলেন। সবশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top