সকল মেনু

পেছালো জেএসসি পরীক্ষা : নতুন সময়সূচি শনিবার

 49760_6666হটনিউজ২৪বিডি.কম, ঢাকা, ৮ নভেম্বর:  বিএনপি’র নেতৃত্বে ১৮ দলের ডাকা আগামী রবি থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৭২ ঘন্টা হরতালের কারণে পেছালো হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট  (জেডিসি)-এর পরীক্ষা। শনিবার শিক্ষামন্ত্রী ও সচিবদের সঙ্গে আলোচনা করে এ পরীক্ষাগুলোর নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। রবিবার জেএসসিতে ইংরেজি ২য় পত্র, সোমবার বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান এবং মঙ্গলবার ইসলাম ও নৈতিক শিক্ষা, ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক ধর্ম, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম শিক্ষা এবং জেডিসিতে রবিবার ইংরেজি (অনিয়মিতদের জন্য) ও ইংরেজি প্রথম পত্র, সোমবার ইংরেজি ২য় পত্র এবং মঙ্গলবার বাংলা সাহিত্য (অনিয়মিতদের জন্য) ও বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা হবার কথা ছিল। এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হটনিউজকে জানান, আমি খুবই হতাশ, ক্ষুব্ধ এবং বিরক্ত। কি উপায়ে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বিষয়ে আগামী শনিবার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top