জাগ্রত কবি আল্লামা মুহিব খানের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে সাংস্কৃতিক সংগঠন ‘জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র’ (জাসাক)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনের একটি মিলনায়তনে দেশের স্বনামধন্য লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, চিন্তক ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।
এতে মুহিব খানকে সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রশিদ আহমদ ফেরদৌসকে সিনিয়র সহ-সভাপতি, শিল্পী কাউসার আহমদ সুহাইলকে সাধারণ সম্পাদক, বদরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
একইসঙ্গে সংগঠনটির বার্ষিক সাধারণ কর্মসূচি প্রকাশ করা হয়।
সভাপতির বক্তব্যে আল্লামা মুহিব খান বলেন, ‘দেশ, জাতি, ধর্ম, সত্য ও মানবতার পক্ষে সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশের মাধ্যমে একটি সর্বজনীন সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে পথচলা শুরু করেছে জাতীয় সংস্কৃতিক কেন্দ্র।’
মাঈনুদ্দিন ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি ইমরানুল বারী সিরাজী, আফজাল হোসাইন, আব্দুল গাফফার, ইব্রাহিম কোব্বাদী, কণ্ঠশিল্পী আবদুল্লাহ হাসিব, মুহিব ইমতিয়াজ, রফিকুল্লাহ সাদী প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।