বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন পরিণীতি চোপড়ার বিয়ে হয়েছে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। এতে প্রিয়াঙ্কা না আসায় ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছিলেন।
এ নিয়ে তার মা মধু চোপড়া সে সময় জানিয়েছিলেন, ‘মেয়ে-জামাই কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি।’ জানা গিয়েছিল, নিক জোনাসের কনসার্ট ট্যুর থাকলেও বিয়ের দিন কোনো অনুষ্ঠান ছিল না।
শুধু তা-ই নয় চলতি বছর মার্চ মাসে আরেক চাচাতো বোন মীরা চোপড়ার বিয়েতেও তিনি উপস্থিত ছিলেন। এ নিয়েও ঢের আলোচনা-সমালোচনা হয়েছে! নিজের দুই বোন মীরা-পরিণীতির বিয়েতে না এলেও এবার অনন্ত রাধিকার বিয়ের জন্য স্বামী নিককে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে থেকে উড়ে এলেন প্রিয়াঙ্কা।
১১ জুলাই বিকেলেই নিক জোনাসকে নিয়ে মুম্বাইতে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা অবশ্য জামনগরে অনন্ত-রাধিকার বিবাহ আগের অনুষ্ঠানে আসেননি।
শুক্রবার (১২ জুলাই) বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। হিন্দু বৈদিক মতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অনন্ত-রাধিকা। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে বিয়ের জমকালো আসর। অতিথি তালিকাতেও থাকছে বিরাট বড় চমক।
শোবিজ ভুবন থেকে রাজনীতি-এমনকি বিশ্বের বড় বড় শিল্পপতিরাও থাকছেন অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে। বরিস জনসন, কিম কার্দাশিয়ান, টনি ব্লেয়ার থেকে শুরু করে হাই প্রোফাইলের ব্যক্তিত্বরা হাজির থাকছেন আম্বানি পরিবারের বিরাট আয়োজনের বিয়ের অনুষ্ঠানে।
জানা গেছে, অনন্ত-রাধিকার বিয়ের পরদিন শুভ আশীর্বাদ। এর পরের দিন মঙ্গল উৎসব মানে ওয়েডিং রিসেপশন। সব অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। এখন নিক-প্রিয়াঙ্কা কোন ডিজাইনারের পোশাকে সাজবেন এ বিয়েতে তা দেখার জন্য মুখিয়ে রয়েছে অনুরাগীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।