সকল মেনু

২০২৫ সালে চালু হবে বাখরাবাদ-হরিপুর গ্যাস পাইপলাইন

নারায়ণগঞ্জের মেঘনাঘাট ও হরিপুর এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে নির্মাণাধীন বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর পাইপলাইন ২০২৫ সাল নাগাদ চালু হবে।

শনিবার (২৯ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, নারায়ণগঞ্জের মেঘনাঘাট ও হরিপুর এবং মুন্সীগঞ্জের গজারিয়াসহ আশেপাশে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প-কারখানার বর্ধিত গ্যাস চাহিদা পূরণের জন্য ৪২ ইঞ্চি ব্যাসের ৫০ কিলোমিটার সঞ্চালন পাইপলাইন নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন উৎস থেকে কুমিল্লার বাখরাবাদে আসা গ্যাস এই পাইপলাইনের মাধ্যমে পরিবহন করে বর্ণিত এলাকাসমূহে বর্তমানের অতিরিক্ত পরিমাণে সরবরাহ করা সম্ভব হবে। ২০২৫ সাল নাগাস বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর নামের এই পাইপলাইনটি চালু হবে আশা করা যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top