সকল মেনু

কাঞ্চন পৌরসভা ও বরিশালের গৌরনদীতে সাধারণ ছুটি ঘোষণা

নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভার সাধারণ নির্বাচন এবং বরিশাল জেলার গৌরনদী পৌরসভার মেয়রের শূন্য পদের উপনির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে এই দুই এলাকায় ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ছুটি ঘোষণা করে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ২টি পৌরসভার (নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভার সাধারণ নির্বাচন এবং বরিশাল জেলার গৌরনদী পৌরসভার মেয়রের শূন্য পদের উপনির্বাচন) নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২৬ জুন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top