সকল মেনু

যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় ট্রেন বিলম্বে ছাড়ছে : রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ঈদযাত্রায় যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় ট্রেনে বগি সংযোজন করতে হচ্ছে। ফলে কিছু কিছু ট্রেন বিলম্বে ছাড়ছে। এছাড়া যাত্রাপথে ক্রসিংসহ নানা কারণে ট্রেন আসতে দেরি হয়, তবে আশা করছি এসব সমস্যার সমাধান হয়ে যাবে।

বৃহস্পতিবার (১৩ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আমরা সফলতার সাথে বুধবার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছি। যা সম্ভব হয়েছে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা বাহিনীদের সহযোগিতায়। আমরা চেষ্টা করছি যে সীমিত সামর্থ্যের মধ্যেই যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে।

তিনি আরও বলেন, ঢাকা থেকে প্রতিদিন ৬৪ ট্রেন ছেড়ে যায়। আজ দুই একটা ট্রেন বাদে ৩০টা ট্রেন সময়মতো ছেড়ে গেছে। এছাড়া আমরা স্পেশাল আম ও গবাদি পশুর জন্য ট্রেন চালু করেছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top