সকল মেনু

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা।

ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ভারতে যান শেখ হাসিনা। তিনি ছাড়াও দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের দেশগুলোর নেতারা এতে অংশ নিতে ভারতে গেছেন।

মোদির এই শপথ অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। প্রথমেই মোদিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। এরমাধ্যমে টানা তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। এরপর একে একে মন্ত্রীরা শপথ নিতে থাকেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top