সকল মেনু

কোরবানির ঈদে গরু আমদানির কোনো পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী

কোরবানির ঈদকে সামনে রেখে গরু আমদানির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমির অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, দেশীয় খামারিদের উৎসাহদান ও সহযোগিতার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা চলছে। এছাড়াও গবাদিপশুর রোগবালাই নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, সে জন্য ভ্যাটেরিনারি হাসপাতালগুলোর উন্নয়নে পরিকল্পনা রয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top