সকল মেনু

থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন।

শুক্রবার সকালে থাই প্রধানমন্ত্রী এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এরপর দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক নথিতে স্বাক্ষর করা হবে।

দুই নেতা সেখানে একান্তে বৈঠক করবেন।

থাই গভর্নমেন্ট হাউসে পৌঁছালে শেখ হাসিনাকে সেখানে থাই কুহ ফাহ ভবনের সামনের লনে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাইল্যান্ডের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

বুধবার শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডে পৌঁছান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top