সকল মেনু

রেলসেতুর পিলারে ধাক্কা লেগে কোস্টারডুবি, নিখোঁজ ২

খুলনা-মোংলা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই এমভি থ্রি লাইট-১ নামে একটি কোস্টার ডুবে গেছে। এতে ওই কোস্টারে থাকা ১৩ জন ক্রুর মধ্যে ১১ জন উঠতে সক্ষম হয়েছেন। দুইজন নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার পর এই দুর্ঘটনা ঘটে।

নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোস্টারটির বাবুর্চি আব্দুস সালামসহ একজন মেশিনম্যান নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ঘের মালিক রেফাকত উল্লাহ বলেন, বেলা ১১টার দিকে মোংলা থেকে এক হাজার টন ড্যাপ সার নিয়ে যশোরের নোয়াপাড়ায় যাচ্ছিল কোস্টারটি। প্রচণ্ড জোয়ারের চাপে কোস্টারটি রেলসেতুর ৩ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে তলিয়ে যায়। সাঁতরে ১১ জন তীরে উঠতে সক্ষম হলেও পানির চাপে তলিয়ে যান দুইজন। ঘটনার পর রেল কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top