সকল মেনু

বিদেশি শক্তির ওপর এখনও নির্ভরশীল বিএনপি : কামরুল ইসলাম

বিএনপি বিদেশি শক্তির ওপরে এখনও নির্ভরশীল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে আল হেরা কমিউনিটি সেন্টারে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি পাঁচ তারকা হোটেলে ইফতার মাহফিলে বসে দেশের ও সরকারের বিরুদ্ধে জনগণকে বিভিন্ন ভয়-ভীতি দেখায়। কিন্তু সরকারের প্রতি আস্থা আছে জনগণের।

আওয়ামী লীগ ইফতার মাহফিল নয়, বরং ঈদ সামগ্রী নিয়ে মানুষের সামনে যাচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আমরা বিদেশি শক্তির সাহায্যে ক্ষমতায় আসিনি। আওয়ামী লীগের জন্য সাধারণ মানুষ ঐক্যবদ্ধ।’

বিএনপি এখনও বিদেশি শক্তির ওপর নির্ভরশীল উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘এখনও অপশক্তি, সাম্রাজ্যবাদীর ওপর নির্ভর করে তারা। বিচারপতির বাসভবনে হামলা করেছে, মানুষ পুড়িয়েছে। মানুষ মারতে ইন্ধন যুগিয়েছিল এই বিদেশি শক্তি।’

‘যারা দেশের বিরুদ্ধে অপচেষ্টা চালায়, তাদের সহযোগিতায় আবারও ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে তারা। তবে সরকারের প্রতি জনগণ ঐক্যবদ্ধ,’ যোগ করেন কামরুল ইসলাম।

দেশে কোনও অর্থনৈতিক সংকট নেই জানিয়ে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘জনমনে শঙ্কার চেষ্টা করে কোনও লাভ নেই। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কোনও কিছুই উন্নয়নকে আটকে রাখতে পারবে না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top