সকল মেনু

তিনদিন পর বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

আগামী দু-তিনদিন পর বৃষ্টি বেড়ে তাপমাত্রা কিছুটা কমে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছুটা কমার পর ফের তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে সংস্থাটি।

দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। তবে ঢাকায় তাপমাত্রা কিছুটা কমে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে দূর হয়েছে তাপপ্রবাহ। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। বাংলাদেশের অন্য অঞ্চলগুলোর মতো ঢাকায়ও রয়েছে ভ্যাপসা গরমের আধিপত্য।

গত কয়েক দিনের মতো বৃহস্পতিবারও সারাদেশের মধ্যে শুধু সিলেটে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, টাঙ্গাইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।

শনিবারও সিলেট অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। ওই সময় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, পরবর্তী পাঁচদিনে তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রার ২০ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top