মানিকগঞ্জে ট্রাকচাপায় মাসুদুর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাসুদুর রহমান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উচুটিয়া গ্রামের মৃত দিদার বক্সের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) শাহ্-আলম জানান, দুর্ঘটনাস্থলে দুদিন আগে সড়ক সংস্কার কাজ চলছে। সেখানে পাথর পড়ে ছিল। সেই পাথরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান কুসুম মিয়া। এ সময় পেছন থেকে আসা ট্রাক চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) শাহ্-আলম বলেন, রাস্তায় বালুর মত কুচি পাথর পড়ে থাকায় মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় পিছনে থাকা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।