সকল মেনু

হাজীগঞ্জে তরুণ লীগ- বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ; ইটিভি ও এনটিভি সাংবাদিকের উপর হামলা

indexekushey_tv20110810125302 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতার কারণে সরকারের শেষ সময়ে এসে পুরো চাঁদপুর জেলায় ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকেলেও চাঁদপুরের হাজীগঞ্জে তরুণ লীগ – বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। তরুণ লীগের সমর্থকরা একুশে টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম ও এনটিভির চাঁদপুর প্রতিনিধি হাবিব খানের উপরও চড়াও হয়ে তাদের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতার হস্তক্ষেপে সাংবাদিকরা তাদের আক্রোশ থেকে রক্ষা পায়। হাজীগঞ্জে উপজেলা বিএনপি আগে থেকেই বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ আহ্বান করে। হঠাৎ করে বুধবার বিকেলে তরুণ লীগ বিএনপি অফিসের ১০০ গজ দূরত্বে পাল্টা সমাবেশ আহ্বান করে। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় বিএনপি তাদের সমাবেশস্থল পরিবর্তন করে হাজীগঞ্জ বাজারের মধ্যস্থলে নিয়ে যায়। বেলা সাড়ে তিনটার দিকে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক থেকে বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যেতে নিলে তরুণলীগের কর্মীরা পুলিশের ছত্রছায়ায় থেকে বিএনপি’র মিছিলে হামলা চালায়। শুরু হয়ে যায় ত্রিমুখী সংঘর্ষ। বিকেল ৪ টা পর্যন্ত এই অবস্থা চলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে বিএনপি নেতারা সমাবেশের কাজ শুরু করে। এসময় একুশে টিভি ও এনটিভির সাংবাদিকরা একটি উঁচু জায়গায় অবস্থান করলে তরুণ লীগের কর্মীরা পুলিশের সামনে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সংক্ষিপ্ত সমাবেশ করে বিকেল ৫ টার দিকে বিএনপি নেতা-কর্মীরা আবারো রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের দিকে যেতে নিলে তরুণলীগের সদস্যরা তাদের উপর আক্রমন চালায়। সাড়ে ৫ টা পর্যন্ত এই অবস্থা চলার পর পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষ ও সমাবেশের কারণে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। হাজীগঞ্জে বিএনপি কর্মীদের উপর হামলার খবর পেয়ে বাকিলায় বিএনপি সমর্থকরা রাস্তায় টায়ার জ্বেলে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে অবরোধ অপসারন করলে সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top