সকল মেনু

ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসের সামনে শরীরে আগুন দিলো মার্কিন সেনা

ওয়াশিংটনে মার্কিন দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সদস্য। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। গাজায় ইসরায়েলের চালানো ধ্বংসযজ্ঞের প্রতিবাদ হিসেবেই তিনি নিজের শরীরের আগুন দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং টুইচে ক্লান্ত অবস্থায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি আর গণহত্যার মতো অপরাধ করতে চান না। এরপরই তিনি নিজের শরীরে তরলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান। মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ফিলিস্তিনকে মুক্ত করো।

এদিকে মিশরের সীমান্তবর্তী এলাকা রাফায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এত দিন রাফাকে নিরাপদ মনে করা হলেও এখন পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। গাজার বিভিন্ন জায়গা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফায় আশ্রয় নিয়েছিল।

গত ৭ অক্টোবরে পর থেকে ইসরায়েলের হামালায় গাজায় ২৯ হাজারের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন, প্রায় ৭০ হাজার।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top