সকল মেনু

বিজ্ঞানে নারীদের ক্যারিয়ার গড়ার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ন্যায়পরায়ণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যতের জন্য বিজ্ঞান ক্ষেত্রে নারীদের আরও অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই তরুণীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার সঠিক নীতি ও প্রতিষ্ঠান থাকতে হবে।’

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে বিজ্ঞান সমাবেশে নবম ‘আন্তর্জাতিক নারী ও কন্যা দিবসের’ আয়োজনে এক ভিডিও বিবৃতিতে এ গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, ‘বিজ্ঞানে নারীদের নেতৃত্বের পদে উন্নীত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে নারী বিজ্ঞানীদের কাজকে স্বীকৃতি ও প্রণোদনার মাধ্যমে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রধানমন্ত্রী সমাবেশে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিশ্ব চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনে নিয়োজিত সব নারীকে অভিনন্দন জানাই। বিজ্ঞানে আমাদের আরও বেশি নারী ও মেয়েদের প্রয়োজন।’

শেখ হাসিনা আরও বলেন, তার সরকার দেশে হাজার হাজার নারীকে ডিজিটালভাবে ক্ষমতায়ন করছে। ডিজিটাল মার্কেটপ্লেসে তাদের প্রাণবন্ত উপস্থিতি দেখে আনন্দিত বোধ করি। আমরা তরুণদের আইটি ফ্রিল্যান্সার হিসেবে বেড়ে ওঠতে সাহায্য করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।’

প্রধানমন্ত্রী ডিজিটাল অন্তর্ভূক্তির মাধ্যমে তার দেশের প্রতিবন্ধী তরুণীদের জীবনে পরিবর্তন সাধন করতে চান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top