সকল মেনু

রংপুরে পুলিশ বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ১০, তিনজন আটক

সংঘর্ষ_3956_6535 রংপুর অফিস:  রংপুরে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ এবং ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছে। নগরীতে তিনটি যানবাহনে অগ্নিসংযাগ ও ১০টি অটো রিকসা ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। এদিকে, নাশকতার অভিযোগে ৩ জামায়াত-বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজে হরতাল সমর্থকরা ৮-১০টি ককটেল নিক্ষেপ করে। পীরগঞ্জে নুর মোহাম্মদ মন্ডলের নেতৃত্বে বিএনপিনেতাকর্মীরা রংপুর-ঢাকা মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। রংপুরে দুপুরে যুবদল পায়রা চত্বর থেকে মিছিল নিয়ে নগরীর সিটি বাজারের সামনে গেলে সেখানে এক অটো চালককে মারধর করা হয়। এ ঘটনায় পুলিশ যুবদলনেতা রাজনকে আটক করে। অন্যান্য যুবদলনেতারা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেয়। এরপর যুবদলের মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে কনসটেবল নাজমুল ইসলাম আহত হন। এসময় পুলিশ ও যুবদলনেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে রুবেল, কবির, নোমানসহ ৯ জন আহত হয়। পুলিশ নাশকতার অভিযোগে বিএনপির আশরাফুল, ওমর আলী  ও জামায়াতের নওশের আলীকে আটক করে। পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীতে মিছিল করে। তারা পায়রা চত্বরে সমাবেশ করে । সমাবেশে বক্তব্য রাখেন বিএনপিনেতা মোজাফ্ফর হোসেন, রইচ আহমেদ, সামসুজ্জামান সামু, শহিদুল ইসলাম মিজু, জহির আলম নয়ন, শহিন হোসেন জাকির, সাহেদ ইকবাল প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top