সকল মেনু

বিপিএল থেকে বিরতিতে যাচ্ছেন মাশরাফি

দল সিলেট স্ট্রাইকার্স ভালো করছে না। হাফফিট মাশরাফি বিন মর্তুজার এমন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলা নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। এর মধ্যেই বিপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফি। আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক।

এদিকে মাশরাফির অনুপস্থিতিতে সিলেট স্ট্রাইকার্সকে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন নেতৃত্ব দেবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপাতত বিরতি নিলেও পুরো আসরেই মাশরাফিকে ছাড়তে চাইছে না সিলেট। রাজনৈতিক ব্যস্ততার মধ্যে সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি, এমন আশা তাদের। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার থেকে সংসদের অধিবেশন শুরু হলেও মাশরাফি ছিলেন খেলার মাঠে। মাশরাফি সংসদে ফিরবেন, এমনটা তাই প্রত্যাশিতই ছিল। এমনিতেই ধুঁকতে থাকা সিলেট মাশরাফিকে ছাড়া কেমন করে, সেটাই এখন দেখার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top