সকল মেনু

কলকারখানা অধিদপ্তর কাদের প্রতিষ্ঠান, প্রশ্ন ড. ইউনূসের

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শ্রমিকরা নয়, সরকার মামলা করেছে বলে দাবি করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কলকারখানা অধিদপ্তর কাদের প্রতিষ্ঠান?

রোববার (২৮ জানুয়ারি) সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার ৬ মাসের দণ্ডের রায় বাতিল ও সাজা থেকে খালাস দিতে ২৫ যুক্তিতে আপিল আবেদন করেন তিনি। আদালত ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিন মঞ্জুর করেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘মামলা করেছে সরকার। অথচ সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে মামলা করেছেন শ্রমিকরা।’

এর আগে শ্রম ও আপিলে ট্রাইব্যুনালে আপিল আবেদন সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. ইউনূসসহ ৪ আসামির জামিন মঞ্জুর করেন আদালত। এছাড়াও মামলায় নথি তলব করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৩ মার্চ দিন ঠিক করেছেন আপিল ট্রাইব্যুনাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top