সকল মেনু

ভোলায় আরও ৯টি গ্যাস কূপ খনন হবে : প্রতিমন্ত্রী

ভোলার বোরহানউদ্দিনে আরও ৯টি গ্যাস অনুসন্ধান কূপ খনন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গ্যাসক্ষেত্রটি পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভোলাদ্বীপ একটি গ্যাস সমৃদ্ধ অঞ্চল। এখানে (শাহবাজপুরে) আরও ৯টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলার নদী এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে ভোলায় শিল্প গ্যাস সংযোগ দেওয়া হবে। যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়।

পাইপলাইনের মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top