সকল মেনু

পল্টন থানার মামলায় আমীর খসরুর জামিন, রমনা থানার মামলায় নামঞ্জুর

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার ১ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। এ নিয়ে ১০ মামলার ৯টিতে জামিন পেলেন তিনি।

এই ১০ মামলার মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার করা মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল সাংবাদিকদের ও তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top