সকল মেনু

খালেদা জিয়া দেশের শত্রু : ফিনান্সিয়াল টাইমসকে মুহিত

49506_GKFKF হটনিউজ২৪বিডি.কম, ঢাকা, ৫ নভেম্বর :   অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রভাবশালী আন্তর্জাতিক পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বিরোধীদলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘দেশের শত্রু’ আখ্যায়িত করেছেন। সোমবার ফিনান্সিয়াল টাইমস (এশিয়া) অনলাইন সংস্করণে অর্থমন্ত্রীকে উদ্বৃতি দিয়ে ‘Fresh violence as Bangladesh shutdown raises tensions’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে অর্থমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘দেশের শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি এবং জামায়াত সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তাদের সাথে সমঝোতা অসম্ভব। অর্থমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) হরতালের চরিত্রই বদলে দিয়েছেন। হরতাল প্রতিবাদের শান্তিপূর্ণ পদ্ধতি। কিন্তু তিনি হরতালে হত্যা, জ্বালাও পোড়াও করছেন। আমি মনে করি তিনি হত্যা ও সংঘাতের চেষ্টা করছেন। বিভিন্ন জরিপ ও রাজনৈতিক বিশ্লেষকদের পর্যালোচনায় জনসমর্থনে বিএনপি’র এগিয়ে থাকার বিষয়টি নাকচ করে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি আশাবাদী শীগগিরই জনগণ তাকে (খালেদা জিয়াকে) প্রত্যাখ্যান করবে এবং দেশের অর্থনীতি ভালো অবস্থায় পৌঁছাবে।

যদিও এ অবস্থা চলতে থাকলে তা দেশের অর্থনীতির বিকাশকে রুদ্ধ করে দিবে বলে সাক্ষাৎকারে বলেছেন অর্থমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top