সকল মেনু

সিরাজগঞ্জে ১৮ দলের হরতালে পুলিশকে লক্ষকরে ককটেল বিস্ফোরন, গাড়ি ভাংচুর

998037_634720596566116_1280256833_n দিলীপ গৌর,সিরাজগঞ্জ প্রতিনিধি,৪নভম্বের:  বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলের টানা ৬০ ঘন্টার হরতাল সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরন, পুলিশের সাথে ধাওয়া, পাল্টা ধাওয়া, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে চলছে। হরতালের শুরুতেই সোমবার ভোর সোয়া সাতটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার নিউ ঢাকা রোডের মালসাপাড়া কবরস্থানের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপি কর্মিরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এর কিছুক্ষন পর শহরের বাজার স্টেশনে দুটি ককটেলের বিস্ফোরন ঘটায় ছাত্রদল-যুবদল কর্মিরা। একই সময়ে চামরাপট্টি এলাকায় পুলিশকে লক্ষ্য করে পরপর চারটি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে পুলিশকে ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রদল ও যুবদলের কর্মিরা। এ সময় পুলিশ প্রায় পাঁচ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এদিকে হরতাল শুরুর আগেই রবিবার রাত পৌনে তিনটার দিকে শহরের জগাইমোড় এলাকায় সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরগামি একটি ট্রাংকলরি ভাংচুর ও এর চালককে মারপিট করে বিএনপি কর্মিরা। শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টহল দিচ্ছে। এখন পর্যন্ত  জেলার অন্যান্য উপজেলা থেকে কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top