সকল মেনু

নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে চায় চীন

৭ জানুয়ারির নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে ‘বাংলাদেশে চীনের ভাবমূর্তি’ শীর্ষক এক সেমিনারে তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সেন্টার ফর অলটারনেটিভস এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘আমরা এরইমধ্যে বাংলাদেশ থেকে তিস্তা নদী বিষয়ক কয়েকটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পেয়েছি। এসব প্রকল্পের খরচ অনেক বেশি।’

বিপুল পরিমাণ খরচের চাপ কমানোর জন্য আমরা এটি ধাপে ধাপে করতে চাই জানিয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তিস্তা নদীর উন্নয়নে আমরা কাজ করতে চাই। আমি আশাবাদী, ৭ জানুয়ারির নির্বাচনের পর তিস্তা প্রকল্পে আমরা কাজ শুরু করতে পারবো।’

লিখিত বক্তব্যে রাষ্ট্রদূত আরও বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনের পরে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।’

সেন্টার ফর অলটারনেটিভসের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ ‘বাংলাদেশে চীনের ভাবমূর্তি’ বিষয়ক একটি গবেষণাপত্র উপস্থাপন করেন।

গবেষণাপত্রে দেখা যায়, বড় একটি জনগোষ্ঠী ‘চীনের ঋণের ফাঁদ’ নিয়ে উদ্বিগ্ন হলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা আশাবাদী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top