সকল মেনু

কলাপাড়ায় নির্মাণাধীন সেতুর গার্ডার পড়ে বিধ্বস্ত বাসের আরেক যাত্রীর মৃত্যু

images নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ০৩ নভেম্বর:   কলাপাড়া-কুয়াকাটা সড়কের হাজীপুরে নির্মাণাধীন সেতুর গার্ডারের নিচে চাপা পড়ে বিধ্বস্ত বাসের গুরুতর আহত আরেক যাত্রী জগদীশ চন্দ্র ঘোষ রবিবার বেলা একটায় মারা গেছেন। তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়েছিল। এনিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা হয়েছে দুই জন । জগদীশের বাড়ি খুলনার পাইকগাছার বাঁকা ঘোষ গ্রামে। শনিবার সকালে শহীদ শেখ জামাল সেতুর গার্ডার স্থাপনকালে নিচে পড়ে যায়। এসময় ওই পয়েন্টে অপেক্ষমান যাত্রীবাহী বাসটি গার্ডারের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। শনিবার ওই ঘটনায় ফারুক আকন্দ নামের এক যাত্রী মারা যায়। এছাড়া অন্তত সাতজন আহত হয়। এদিকে দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমল কৃষ্ণ মন্ডলকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্য সদস্যরা হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল হক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশনা দেয়া রয়েছে। জেলা প্রশাসক অমিতাভ সরকার এই নির্দেশনা দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top