নাটোর পৌরশহরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বড় হড়িশপুর এলাকায় অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়রা জানান, হড়িশপুরে গনি হাজির পাম্পের বিপরীতে ভিআইপি হোটেলের পূর্ব পাশে পার্কিং করা ছিল ‘সামি জনি’ এবং ‘রাজকীয় পরিবহন’ নামের দুটি বাস। রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাস দুটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। তারা অভিযোগ করেন, বিএনপি-জামাতের অবরোধকারীরা নির্বাচনকে বানচাল করতে এ নাশকতা করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, নাশকতাকারীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।