সকল মেনু

খালেদা জিয়া আলোচনায় রাজি নন : প্রধানমন্ত্রী

49246_hash 456  পাংশা, রাজবাড়ী,২ নভেম্বরহটনিউজ২৪বিডি.কম :  খালেদা জিয়ার সাথে ফোনালাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনাকে (খালেদা জিয়া) আমি বলেছিলাম আসুন, বসি, আলোচনা করি। তিনি আমার কথা শুনলেন না। শনিবার বিকালে রাজবাড়ীর পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আগামী ৪ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু হবে। আমি বিএনপিকে নেত্রীকে অনুরোধ করব, আপনি দয়া করে ৪ নভেম্বর হরতাল দেবেন না। ছেলেমেয়েদের পরীক্ষা দিতে দিন। পরীক্ষার সুযোগ দিন। আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে বলেই জঙ্গি দমন করা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের সৃষ্টি হয়। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে যুগোপযোগী শিক্ষার বিস্তারে কাজ করে যাচ্ছে। কম্পিউটার মোবাইলসহ প্রযুক্তিগত উন্নয়নের কথা তুলে ধরেন শেখ হাসিনা।সমাবেশে আগতদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। শেখ হাসিনা বলেন, উনি (খালেদা জিয়া) মুখে বলেন বিশৃঙ্খলা চান না, আর কাজে তিনি বোমা মারেন, মানুষকে পুড়িয়ে মারেন। এটা কি বিশৃঙ্খলা নয়। তিনি বলেন, ধর্মের কথা বলে হেফাজতকে নিয়ে ৫ মে তিনি কী তান্ডবই না চালিয়েছিলেন তা আপনারা জানেন। দুপুরে রাজবাড়ীর পাংশা সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং কয়েকটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে পাংশা উপজেলার জর্জ পাইলট স্কুল মাঠে এসে নামেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতেই নবনির্মিত কালুখালী উপজেলা পরিষদ ভবন, কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইন, রাজবাড়ী শহর রক্ষা বাঁধ, দৌলতদিয়া-মংলা সংযোগ সড়কসহ দশটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এছাড়া ছয়টি নতুন প্রকল্পের ভিত্তি প্রস্তরও স্থাপন করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top