সকল মেনু

যাত্রীবাহী বিআরটিসি বাস বিধ্বস্ত ,এক বাসযাত্রী নিহত

kalapara-01 (02-11-13) 01cনিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ০২ নভেম্বর :  কলাপাড়া-কুয়াকাটা সড়কের হাজীপুরে নির্মানাধীন শেখ জামাল সেতুর গার্ডারের নিচে চাপা পড়ে যাত্রীবাহী বিআরটিসি বাস বিধ্বস্ত হয়ে ফারুক আকন্দ (৪৫) এক বাসযাত্রী মারা গেছে। গুরুতর জখম হয়েছে পর্যটক ফিরোজা বেগম (৩০), ব্যবসায়ী জগদীশ চন্দ্র (৫০), আকলিমা বেগম (২৫)  এর মধ্যে জগদিশের অবস্থা আশঙ্কা জনক। তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাতলা নদীর ওপর নির্মানাধীন সেতুর দক্ষিণপাড়ের নয় নম্বর স্প্যানের উপর প্রায় ১২০ টন ওজনের ৪৬ দশমিক ৬৮ মিটার দীর্ঘ এই গার্ডারটি স্থাপনের কাজ চলছিল। গার্ডারটি সিফ্ট করার সমেয় নিচে পড়ে যায়। এসময়ে কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বিআরটিসির বাস (ঢাকা মেট্রো-ব-১১-২৩২২) ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিল। লোকজনের অভিযোগ ঝুকিপুর্ণ এই কাজ চলাকালে রাস্তায় লোকজন কিংবা বাস চলাচল বন্ধ করা হয় নি। সেখানকার ব্রিজের নির্মাণকাজে তদারকিতে দায়িত্বপ্রাপ্ত সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী পান্না মিয়াকে দুষছেন। তাদের মন্তব্য কাজ চলাকালে ওই পয়েন্টে লোকজন কিংবা বাস চলাচলে সতর্কতার ব্যবস্থা ছিল না। ফলে বাসটির অর্ধেকটা গার্ডারের নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় গুরুতর আহতদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার সময় ফারুক আকন্দ মারা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top