সকল মেনু

মেধা বাড়াতে ১ গ্লাস পানিই অনেক

111পানি খাওয়ার আরো একটা স্বাস্থ্য উপকারের কথা জানিয়েছেন গবেষকরা। জানা গেছে, পানি খেলে মন ও মস্তিষ্ক পরিষ্কার হয়ে ওঠে।

ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

বিজ্ঞানীরা জানান, তৃষ্ণার্ত কেউ যদি পানি পান করেন, তবে সেই পানি তৃষ্ণা দূর করার পাশাপাশি তার মস্তিষ্ককে ১৪ শতাংশ তৎপর করে দেয়।

তারা আরো বলেন, একবার তৃষ্ণা মিটে গেলে আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন মস্তিষ্ক তাতে সহজেই মনোনিবেশ করতে পারে।

বেশ কিছু নারী-পুরুষের ওপর গবেষণা করে দেখা গেছে, যারা তৃষ্ণার্ত ছিলেন না তারা পানি পান করা ছাড়াই পরীক্ষার আগে ও সময় সমান দ্রুত ছিলেন। তবে যারা তৃষ্ণার্ত ছিলেন, পানি পানের ফলে তাদের মস্তিষ্ক ১৪ শতাংশ দ্রুত কাজ করেছে। সূত্র: ডেইলি মেইল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top