সকল মেনু

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের টোব্যাকো গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাকমালিক জামাল উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মহাসড়কের পাশে ট্রাকটি দাঁড়ানো ছিল। ভোর সাড়ে ৪টার দিকে কিছু মুখোশধারী ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রাকের ইঞ্জিন আগুনে পুড়ে যায়। এতে আমার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, এ ধরনের কোন তথ্য পাইনি।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র নাথ বলেন, আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি কিন্তু একটি যাত্রীবাহী বাসের দুর্ঘটনার খবর পেয়েছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top