সকল মেনু

বিচারককে কবর দেওয়া মানে দেশকে কবর দেওয়া: হাইকোর্ট

বিচারককে কবর দেওয়া মানে দেশকে কবর দেওয়া বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান বিচারককে নিয়ে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় শুনানিতে এমন মন্তব্য করেছেন আদালত।

আদালত বলেছেন, আপনারা রাজনীতিবিদ আপনাদের কাছ থেকে সোসাইটি শিখবে। কিন্তু আপনারা যদি আদালত নিয়ে মন্তব্য করেন তা হলে জনগণের কাছে ভুল মেসেজ যাবে।

বুধবার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।

বিএনপি নেতা হাবিবকে উদ্দেশ্য করে আদালত বলেন, আপনারা রাজনীতি করেন সংবিধানকে সমুন্নত রাখবেন। সংবিধানের মানোন্নয়ন করার জন্য আদালত নিয়ে মন্তব্য করার সময় সতর্ক থাকবেন। আপনার আবেগ আছে, আবেগে এসব বলেছেন। কিন্তু বিচার বিভাগের একটি ডেকোরাম আছে। আপনি বিচারপতি মারা যাওয়ার পর তাকে কবর থেকে তুলে আনবেন বলেছেন। বিচারককে কবর দেওয়া মানে দেশকে কবর দেওয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top