সকল মেনু

সূর্যকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ দল ঘোষণা ভারতের

বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আবারও মাঠের খেলায় ফিরছে ভারত। যেই অসিদের কাছে ফাইনালে ৬ উইকেটে হেরেছে ভারত, তাদের বিপক্ষেই ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

আগামী ২৩ নভেম্বর বিশাখাপত্তমে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল। এ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাসহ মূল দলের প্রায় সবাইকে।

অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সুর্যকুমার যাদবকে, সহ-অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়। এছাড়া প্রথম তিন ম্যাচে স্কোয়াডে না থাকলেও শেষ দুই ম্যাচে থাকবেন শ্রেয়াস আইয়ার।

ভারতের ১৫ সদস্যের স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গাইকোয়াড় (সহ-অধিনায়ক), ইশান কিশান, যশস্বী জাসওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিভাম দুবে, রবি বিষ্ণুই, আর্সদ্বীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান, মুকেশ কুমার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top