সকল মেনু

মানবতাবিরোধী অপরাধ: ৯ আসামির রায় পিছিয়ে ৩০ নভেম্বর

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের ৯ জনের বিরুদ্ধে রায়ের দিন পিছিয়ে আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এই মামলায় একজন পলাতক আসামি সুলতান খান মারা যাওয়ায় রায়ের দিন পেছানো হয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মেজবাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য নতুন এদিন ধার্য করেন।

রায় ঘোষণার জন্য গত মঙ্গলবার (৭ নভেম্বর) বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।

এ মামলায় কারাবন্দি তিন আসামি হলেন- খান আকরাম হোসেন, শেখ মো. উকিল উদ্দিন ও মো. মকবুল মোল্লা। অন্যরা পলাতক রয়েছেন।আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top