সকল মেনু

নোয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

কামাল হোসেন মাসুদ : নোয়াখালীতে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, উপকূলীয় এলাকায় আবহাওয়া সতর্ক বার্তা ৭নং সর্তকতা সংকেত ব্যাপক প্রচার, ৪৮৫টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র যার ধারণ ক্ষমতা ৩ লাখ ৩৮ হাজার এবং সিপিপি ও রেডক্রিসেন্টের সাড়ে ৮ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা, ১০২টি মেডিকেল টিম গঠন, নগদ ১০ লক্ষ টাকা ও ৪৪৯ মেট্রিক টন জিআর চাল মজুদ রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজ এবং জেলা, উপজেলায় সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

জেলার সকল কর্মকর্তাদের কর্মস্থলে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top