সকল মেনু

খুবি ইংরেজি ডিসিপ্লিনের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি

সভাপতি সুদীপ্ত, সম্পাদক ফকরুল

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) এ নতুন কমিটি গঠিত হয়।

ডিসিপ্লিনের ০০’ ব্যাচের সুদীপ্ত সাফায়েত কমল সভাপতি এবং ০১’ ব্যাচের কাস্টমস ক্যাডারের উপ-কমিশনার মো. ফকরুল আমিন চৌধুরী সাধারণ সম্পাদক এবং তথ্য ক্যাডারের উপ বার্তা নিয়ন্ত্রক মো. হেমায়েত আকবর টিপু সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২৬ সদস্য বিশিষ্ট ইংরেজি ডিসিপ্লিনের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের ফলে ইংরেজি ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থীদের নিজেদের মধ্যে সম্পর্ক এবং আন্ত:যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের এ পর্যন্ত বিশটি ব্যাচের প্রায় ৭০০ শিক্ষার্থী পাস করে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top