সকল মেনু

ডেঙ্গুতে ১৩ মৃত্যু, ১০ জনই ঢাকার বাইরের

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ১২২ জনে।

এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪২৫ জন। মঙ্গলবার দুই হাজার ৫৫৫ জন রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১১ অক্টোবর) ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৭৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৮৪৬ জন। মৃতদের মধ্যে ৩ জন ঢাকার, ১০ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩১ হাজার ২০৪ জন।

তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯০ হাজার ৩৯ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৪১ হাজার ১৬৫ জন।

বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৬৯০ এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৯৫৭ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২১ হাজার ৪৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৬ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৩৪ হাজার ৭৮৯ জন।

ডেঙ্গু নিয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার হার ৯৬ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ৬৪৭ জন। ভর্তির হার চার শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top