সকল মেনু

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও এর মধ্যকার পৃথক গোলাগুলিতে এক আরসা কমান্ডারসহ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

জানা যায়, ভোর ৪টার সময় ক্যাম্প- ২ ইস্টের ৭নং ব্লকে মাহমুদুল হকের বাড়ির সিঁড়িতে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। নিহত সানাউল্লাহ (২৭) ক্যাম্প ৭ এর বি/২ ব্লকের বাসিন্দা।

অপরদিকে, রাত ৩ টার সময় রোহিঙ্গা ক্যাম্প-৫ এর এ/৪ ব্লকের আলী জোহরের চায়ের দোকানের সামনে আরেকজনকে গুলি করে হত্যা করা হয়। নিহত আহম্মদ হোসেন (৩৬) ক্যাম্প-৭ এর এ/৩৮ ব্লকের আব্দুল গফুরের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী তিনি জানান, সোমবার ভোর রাতে উখিয়া উপজেলার কুতুপালং ২ ইস্ট ও ৫নং রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা ও আরসা বিরোধী গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই আরসা সন্ত্রাসী নিহত হয়।

তিনি আরো জানান, নিহত সানাউল্লাহ কুতুপালং ক্যাম্পের আরসা’র শীর্ষ সন্ত্রাসী। সে ক্যাম্প-২ ইস্টে আবুল কালাম মাঝি হত্যা, তাহের মাঝি হত্যা, আমিন মাঝি হত্যা চেষ্টা সহ বহু হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত। এছাড়াও নিহত সানাউল্লাহ এক বছর পূর্বে এবিপিএন সদস্য মো. সাঈদুল ইসলাম কে কুপিয়ে জখম করার ঘটনার সাথে জড়িত ছিল।

নিহতদের সুরতহাল রিপোর্টের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার পরপরই ক্যাম্পে এপিবিএন পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top