সকল মেনু

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণের

দিনাজপুর বোচাগঞ্জ উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আব্দুর রহমান রাহুল (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টিঅ্যান্ডটি রোড মেলাগাছি রেলওয়ে ক্রসিং এলাকায় ‘পঞ্চগড় এক্সপ্রেস’ আন্তঃনগর মেইল ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান রাহুল উপজেলার ছটকুর মোড় এলাকার আজহারুল ইসলামের ছেলে। তিনি অটোরাইস মিলের শ্রমিক ছিলেন।

দিনাজপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাহুল বাইসাইকেলে স্থানীয় একটি অটোরাইস মিলে কাজে যাচ্ছিলেন। এ সময় সেতাবগঞ্জ পৌর এলাকার টিঅ্যান্ডটি রোডে মেলাগাছি অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে থানার পরিদর্শক তদন্ত মো. হারুনুর রশীদ জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

নিহত যুবকের পরিবারে পক্ষ থেকে আপত্তি না থাকায় তার মরদেহ ময়নাতদন্ত ছাড়া তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top