সকল মেনু

চাঁদপুরের হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি

144 dhara নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  চাঁদপুরের হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা এ নির্দেশ দেন। এ নির্দেশ আগামী ২৯ অক্টোর অর্থাৎ ৩ দিনের হরতাল চলাকারীন সময় পর্যন্ত চলবে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতাল চলাকালে উপজেলা শ্রমিক দল নেতা আজাদ কাশারী ৫টি মোটর সাইকেল নিয়ে হাজীগঞ্জ বাজারে গিয়ে দোকান-পাট বন্ধ রাখার জন্যে ব্যবসায়ীদের নির্দেশ দেয়। খবর পেয়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দ বাজার অবস্থান নেন। এক পর্যায়ে ওই শ্রমিক নেতাকে আওয়ামীলীগের নেতা কর্মীরা ধাওয়া দিলে সে পালিয়ে যায়। তার পর থেকে বাজারে উত্তেজনা শুরু হয়ে। এক পর্যায়ে দু দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০জন আহত হয়। তাৎক্ষণিক ভাবে তাদের নাম পরিচয় জানা যায় নি। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। তিনি বলেন, দু দল মুখোমুখি অবস্থান নেয়ায় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বিধায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top